চলো হই এক বন্ধনহীন অপ্রতিম সত্তা
একক অস্তিত্বে দুর্বা্র ,
চলো হই আবেগহীন শৈলগিড়ি
চলো হই কোমল প্রকৃতি।
দক্ষিণে খোলা, উত্তরে বাতাস
পূর্ব পশ্চিম প্রশান্তি
বাস্তব এক জীবন আড়ালে
কান্নার হাতছানি ...........
ছুঁড়ে ফেলে দিয়ে চলো হই
দক্ষিণা বাতাস গন্ধ,
একক হয়ে একক রয়ে
সারে রেগা গামা অদ্য!
বন্ধনহীন ছিন্ন হয়ে
আবেগ করে জব্দ
না হয় হলাম অবাক তারকা
একক সত্তা শব্দ!