সঙ্গোপনে লুকিয়ে লুকিয়ে
তোমার আসন পাতি ,
হৃদয় মম বীণার তারে
উঠছে বেজে বাঁশি ।
পাখি তুমি সখার পানে
চেয়ে চেয়ে রও ,
খুব আদরে ,ঘুম সকালে
ঠোটটা চেখে লও ।
আদুর আদুর , কত্ত আদুর
আদুর ভরা পাখি ,
ডানা মেলে উড়ছে দুটো
প্রাণের সখাসখি !
তুমি আমি পাখির মতো
কুটুস পুটুস করি ,
আমার মাঝে ঘুমাও তুমি
তোমার মাঝে আমি ......।। :)