ইচ্ছে করে ছুটে যেতে
চোখ ধাঁধানো তারার মাঝে ,
জ্যোতির মেলায় জ্যোতির খেলায় ।
মন ভোলানো পথের খাঁজ়ে।
আমি চলতে ভালোবাসি
যেথায় বাজে বাঁশি ,
যেথায় আছে মহাকাশের
তারার হাসাহাসি ।
আমি চন্দ্র ভালোবাসি
আমি সূর্য্য দেখে হাসি ,
আমি তারার চোখে পরী
মহাকাশকে ভালোবাসি ।
চলবে আমার তরী
দেখবে জগতবাসী ,
যাব চলে ঘরটি ছেড়ে
ফেরাবে কে এ সংসারে ?
আমি হাঁটতে ভালোবাসি
গ্রহের পাশাপাশি ,
আমি বাচতে ভালোবাসি
হয়ে আকাশ পরী ।
আমি ছাড়তে ভালোবাসি
মায়ের স্নেহরাশি !
আমি পড়তে ভালোবাসি
দুঃখের মালিকাটি !
তবুও আমি হাসি
যদি মহাকাশ ,
আমি তোমাকে ভালোবাসি !!!
একদা এক সে ক্লাসে
গণিতের কিছু সমস্যা নিয়ে, মাথা শুধু ঘোরে ঘোরে
পাশের সিটে বসেছিল এক সুন্দরী মহীয়সী
আয়ত চোখ মিটিমিটি খুশি ,হেঁয়ালি নাকি হাসি
হঠাৎ যদি বা শুধাই গো সখি ,কি হলো প্রাণে হায়?
চমকে যাওয়া সপ্তশী সে যে, কথা সব ভুলে যায়
কি হলো তার! কোন কথকতা! ভেবে নাত পাই কূল!
আকাশের দিকে চেয়ে চেয়ে দেখি ঠাণ্ডা মধুর ফুল
হঠাৎ যদি বা শুধাই গো সখি ,কি হলো প্রাণে হায়?
চমকে যাওয়া সপ্তশী সে যে, কথা সব ভুলে যায়
পরদিন দেখি সামনের সিটে সেই সপ্তশী সেই
এলোচুল বেশি রঙিন পাখি, হাসছে ধেই ধেই
চেয়ে দেখি ওপাশ থেকে ,চোখাচোখি হই হই
তরুণ জুটি প্রেমের হাওয়া, করে করে টুইটুই
শুচিস্নাত শুদ্ধ হাসি, হেসে নেয় মায়াময়
আবেগের ঢোকে ডুবায়, তরী হৃদে রাখে বরাভয়
কিন্তু এক বিষাক্ত মেঘ, পাপ ঝড় কড়কড়
কামনার রোগ গ্রাস করে যত আত্মার সাদা রং