বেঁচে আছি !
       তবুও আজও

দাঁড়িয়ে আছি রক্তের পিণ্ডের উপর
দাঁড়িয়ে আছি হাড় , অশ্রু ,মাংস আর ঘামের উপর
দাঁড়িয়ে আছি ক্ষয়ে যাওয়া হাঁড় আর চুড়ির উপর । ।


কার জন্য করছ এসব
          শুধাও যদি আমায় ?
বলব আমি করছি এসব
           বেঁচে থাকার আশায় !


একটা লড়াই চলছ.................................।।
           সতেরটা বছর ধরে
  

একটা মায়ের লড়াই
          তোমরা দেখেছ ???
  
ক্ষয়ে যাওয়া হাঁড় , কৃশ দেহ , মলিন মুখের স্তব্ধতায়
            মায়ের লড়াই
                     আমার জন্য !
             প্রতিষ্ঠিত হওয়ার লড়াই
                       বেঁচে থাকার লড়াই ।


একটা গল্প  ,
      লিখে যাব পৃথিবীর জন্য
নিরবে নিভৃতে আর রইবে নাত সত্য ।



একটা সময়
      একটা সেকেণ্ড
কিছুটা মিনিট


এর দাম জান ??????????


একটা অস্থিকণার ক্ষয় !
          এক ফোঁটা ঘাম !
একরাশ যন্ত্রনা !!



আহুতি দিয়ে
          ছুটে চলা .........।..

ট্রেনটা চলে যাবে নাত?

জীবনের ট্রেন
          বেঁচে থাকার ট্রেন
জিতে যাওয়ার ট্রেন
     প্রতিষ্ঠার ট্রেন ।

হে আল্লাহ  !
তবুও কি তুমি
         এর মূল্য দেবে না ???



নাকি ভাগ্য
     মূল্য দিতে জানে না  ?