গল্প তুমি কল্পনাতে ,
একটু দূরে ঘুমিয়ে পড়ে ,
ভাবছ আমায় নিঝুম ঘোরে ,
হাসছি আমি এই তো কাছে ।
গল্প তুমি কিছু কিছু,
কিছুই না হোক, একটু কিছু
টানছে তোমায় ভীষণ করে ,
একটা পাতা লিখবে বলে !
একটু না হয় , একটু হলো
অল্প কথা , অল্প বলো ,
নীরব নিবিড় কথার ভাষায় ,
দুলছে দোদুল অলীক কথায় ।
তোমার চোখের কল্পনাতে ,
ঘুম আসে না রাতের পারে ,
নিরব চেয়ে ,ড্যাবড্যাবিয়ে
রাতের তারা , দুচোখ ভরে ।
তুমি এসে গোলাপ ফোটাও !
হাত বুলিয়ে কোলেই ঘুমাও।
আমার মাঝে বিলীন হয়ে ,
প্রেম তুমি আজ অন্য কোথাও !!