অবুঝ বিশ্ব
করেছে নিঃস্ব ।
ভেঙেছে আকাশ প্রাতে !
সময়ের সাথে সাথে ,
অবলা তুমি
আবেগের ধ্বনি
শুনেনি তোমার মন ,
অবিশ্বাসের কালো ছায়াজালে
মেদিনী গেল তল ।
রূপে রূপায়িত , মনে লুকায়িত
কত সত্যোর হারে
উড়ে যায় পাখি। ভারে মহামারী!
নেমে যায় পাখি নিচে
অবাক পৃথিবী জানে
নিঃস্ব আবেগ কাঁদে ......।।