কষ্টবিদ্ধ সন্ধ্যায় কোনো এক বন্ধায়
চিরসুখে মদিরা নেশা ,ব্যথা কি সে শুকায়!

তীব্র নিনাদ আর্তনাদে পেঁচানো হলুদ মন
বিবর্ণ বসন্ত পাতা ,ঘন ঘন রোদন।

আরণ্যকে সবুজ রঙে রোদ কেন সে জাগে
মনের পিয়াস মনেই লুকোয় ,চাওয়া দু চোখে!

স্পর্শে যদি ভালোবাসার ,তৃষ্ণা নাইবা মেটে
ক্ষুধার্ত দুচোখ নাকি একাকীত্ব খোঁজে??