পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে
নিঃশ্বাস নেয়ার কান্নার জলে,
হাইপারসেনসিটিভ মন মগজের আদলে,
ঠুকরে খাওয়া আপনের ভীড়ে।
পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে
দমবন্ধ হাঁসফাঁস সম্পর্কে ,
পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে ,
মা-বাবার পড়ানো শেকলে ।
আমি মানুষের সাথে থাকি
আমি খুশি নই,
আমি পরিবারের সাথে থাকি,
যাদের চাই না।
আমি তাদের সাথে থাকি যাদের চাই না,
আমি মুক্তির আশে থাকি ,তা পাই না ।
আমি আত্মঘাতী হয়ে উঠি
সময় অসময়ের ভীড়ে ,
লাশ হয়ে ঘুরে চলি
সন্তান পরিচয়ে !
উৎসর্গ: বাবা-মা ।
Dedicated to: father and mother
প্রিয় বাবা মা,
গলা দিয়ে বেরোনো কথা গলা টিপে বন্ধ করা যায় , প্রকাশিত হতে চায় যে মন তাকে ফাঁসি দেওয়া যায় , কিন্তু মনের গভীর সত্যি থেকে জন্মায় যে ছন্দ , মুক্ত স্রোতের মতো বয়ে চলে যে কলম ,তার বলা কথার স্রোত ঠেকাবে কিভাবে? :) সেই স্রোতের সত্যে,সেই জীবনের গল্পে, তুমি যে শুধুই দোষী , সেই অনুভবের অনুড়নে তুমি কেবলি বেড়ি :)