বৃষ্টি তুমি জাপটে এসো
আমার ভাঙা মনে,
রাত দুপুরে একটু থেকো,
আলতো ছোঁয়া রোমে!
আমার আকাশ থমকে নামে
না বলা ভাষা থামে,
অঝোড়ে স্রোতে ,
বয়ে যাওয়া জলে .......।।
আসে দিন আসে রাত
আসে প্রভা ,আসে সন্ধ্যা ,
আমি তটে দাঁড়ানো ,
পালহীন নৌকা ......।।
আমার সময় বয়ে যায়
না চাওয়ায়,না পাওয়ায় ,
আমার মন ভেঙে যায়
। ভীষণ এক শঙ্কায় !
এই কাব্য ,এই সঙ্গীত
এই ধরণীর তটে,
জনতা থেকে দূরে আমি ,
নীল নদীটির পাড়ে !!!!