আমি চিত্ত ,আনন্দ ,নির্মল ,উৎকর্ষ
আমি নির্মোহ পতঙ্গ,
মুক্ত বিহঙ্গ।
আমি আবারো গড়ি ,আবারো ভাঙি ,
মৃত্যু আর জন্ম ,
আমি শ্বাশত চেতনা ,পরম মমতা
উত্তম,উৎকৃষ্ট ।
নাতো পাপ থেকে জন্মানো আমি , নাতো পূণ্যে সৃষ্টি ,
চিরন্তন, চিরঞ্জীব , নামহীন কোনো দ্বীপ্তি।
তেরোশত বছর আগে কহিলেন আচার্য ,
আত্মার গান আত্মার সুরে ,শ্লোকে শ্লোকে বিভক্ত।
আমি তো সদা চির আনন্দ ,মুক্ত চেতনা ,
আমার মাঝে সকল রূপ,নিহিত কল্পনা।
বিধাতার হাতে বিধাতায় গড়া ,
উজ্জ্বল দ্বীপ্তি
প্রাণের থেকেও বড় সে কে গো
অপরূপ সৃষ্টি !