্নিয়ম সংস্কারের নামে বিধ্বস্ত রাত
শয় শয় বলি হওয়া ছেলেমেয়ে,
ঘাড়ে চাপানো পাথরটাও সীমাহীন,
দুস্তর বোঝা সারহীন।
ঢাকঢোল পেটানো রাতে,
শরীরের ক্ষিধে নিয়ে দাঁড়ানো জানোয়ার,
লুটেপুটে ছিঁড়ে খায়,ক্ষতবিক্ষত ঘা ,
শরীর তো নয় ,খেলনা পুতুল
পিপাসা খায় পানি ,পানি খায় প্রেম
পিপাসা পায় পানি , পানি হয় প্রেত !
সংসারের নামে পশুদের ক্ষিধে ,
স্ত্রীর নামে পুতুল,
হেসে বলি এসব ধর্ম
না হয় দূরেই থাকুক :)