সাহিত্য কী সৃষ্টি !
    দেখিয়ে দাও জীবনে তুমি জীবনেরই মহাদৃষ্টি
তোমার কাছে বেঁচে থাকে যত
              অন্তরালের কথা ,
তোমার কাছে জমা রেখে যায়
              বেদনার মহাব্যাথা !
তোমার কাছে জমা থাকে ঐ
      অবুঝ প্রেমের গল্প !
তোমার কাছে জমা রেখে যায়
ধ্বংস থেকে গল্প ।


তুমি সত্য  ,তুমি আশা , তুমি একটু ভালোবাসা
তুমি মনের ভেতর হয়ত কারও না পাওয়া কিছু ব্যথা  
তোমার কাছে হয়ত কারও আছে কোনো গল্প !

হয়ত কারও চোখের কথা
        তোমার মাঝেই তৃপ্ত !
    

পৃথিবীর সব অনুভূতির গল্প
       থাকে বেঁচে তোমার মাঝে !

তাইতো তুমি শ্রেষ্ঠ !!!!!!!!!!