অবোধ চোখের ভাষায়
এ কোন সত্যোর আশায় ?
ঘুরছি আমি ঘোর বিপাকে
জগত নামের ঘূর্ণিপাকে ।
চলছি আমি হেসে
অবোধ চোখে দেখে!!
কেমন যেন জগতটা এই
অন্ধকারে থাকে ।
চলছি যেন স্বপ্ন আশায়
সুখ পাখি নয় দুঃখের ভাষায় ।
দেখছি চেয়ে অবাক হয়ে
স্তব্ধ বুকে ,মুগ্ধ চোখে
জগতবাসী আসে ,
এ কোন হাহাকার নিয়ে ।
মৃত্যু ধাধায় আলো সেজে
যাচ্ছে যে কেউ ভীষণ বেগে ,
কেউবা খাদের কিনারাতে
হাসছে দানব হাসি ।
আমি শূণ্য চোখ মেলি
রক্তের গড়াগড়ি ,
আমি স্বাধীনতাকে ডাকি
দূর্লভ সে তো জানি!