#writerrafianoorpurbita
©Rafia Noor Purbita

অচেনা নাকি বহুদূর
রাফিয়া নূর পূর্বিতা

যখন ভ্রান্তি চলে যায়
কাছিমের গতি দ্রুত হয়
খাঁ খাঁ শূণ্যতায় পরমব্রত
লক্ষ্য উদ্দীষ্ট
সাধনায় সুখ সাধনা শান্ত
ধী বহমান শীতলতা
সাধনায় সুখ সাধনে শ্রী
ধ্রূবে স্থির স্থবিরতা
পাতাগুলো নড়ে দুল দুল
আওয়াজ হয় না রত্তি
একপশলা কুয়াশার জ্বলে
অন্তঃকরণ তৃপ্তি
ম্রিয়মাণ যা বাকহীন কথা
নিঃস্তব্ধ কিছু সত্যি
সুদূরপ্রসারী সর্বত্র চলে
কল্পনাতেই শক্তি
স্নায়ুতে স্নায়ুতে দুর্বল কথা
আনে চরিত্রহানি
সবল শক্তি ধ্রুবতার মাঝে
মুছে যায় যাক গ্লানি
উড়ি পোকাগুলো মাটির মাঝে
যায় যায় সমুদ্দুর
আকাশের রং যায় না চেনা
নাকি তা বহুদূর?