আনা ফ্রাংক পড়িনি , পড়েছি ডায়েরী
পড়িনি তার শোভা , পরেছি কান্না
সহস্র শতাব্দী পার তেরো বছর !
অভিজ্ঞতার সজীবতায় অভিশপ্ত জীবন ।
নারী দেখিনি ,দেখেছি কবরে মোড়ানো শাড়ি
নষ্টদের দখলে শাড়ি চুড়ি যত
কান্নার আড়ালে অভিশপ্ত তত তত ।।
হৃদয়ের হাহাকার দেখেছি,কিছু পরকীয়া
দেখেছি সতীদের অসতী হতে , সরলকে হতে জটিল
দলে দলে স্ত্রীরা যায় বেশ্যার দখলে , কারণ বড় কঠিন
বান্ধবী পড়তে পারে না ,জন্মের আগে মৃত্যু
মা কাদতে জানে না , গলা পচা অস্তিত্ব ।।
রাস্তায় কুকুরের আবাস ,মজলিশে নোংরা কাদা
সহস্র হাতের ছোয়া লাগে , অবলা ভাঙ্গে না বাধা
সত্য দেখেছিস সত্য , দেখেছিস খোলা আকাশ?
নিঃশ্বাস দেখেছিস নিঃশ্বাস , বদ্ধ ঘরের নিঃশ্বাস ??
ব্যথা দেখেছিস ব্যথা , প্রচণ্ড স্নায়ু ব্যথা??
বদ্ধ ঘরের মুক্ত পাগল , বলতে জানে না কথা।।
বোবা শরীর কলমের ছুরি ,আঘাতে আঘাতে ক্ষত
নিঃশ্বাস নিতে কষ্ট বড় , হবি হবি বিক্ষত ,
ক্ষতে ক্ষতে লোমকূপ সব , গলে গলে নিঃশেষ
পড়বে মনে অপমান সব , হয় না নারীর শেষ ,
শেওলা জ্বলে মূর্তি যদি , আহুতি হঠাত যায়
জঠরের রঙ বদলে গিয়ে , রক্ত রক্ত চায় ...।।
শাড়ি চুড়ি যত কবরে দে তুই , আবেগে লাগা থুথু
জীবনের রঙ আবেগে দিয়ে কেন এই লুতুপুতু???
ভালোবাসা মানে আগুনে পুড়ে রক্ষা করা নারী
ভালোবাসা মানে সিঁদুর মাখা ধারালো তরবারি
ভালোবাসা মানে অরুন্ধুতি ভালোবাসা মানে দূর্গা
ভালোবাসা মানে সতীর শিব ভালোবাসা মানে সজ্জা ।।
রোজ রাতে দূর পথ ঐ ছোট ছোট কিছু পা
হেটে হেটে আসে আঁধারের মাঝে সাইরেন বাজে না ...।।
ভয় লাগে ঐ ভয় ভয় ভয় কীসের এত ভয়!
তবে কী সময় ঘনিয়ে এল,আলোক সূর্যোদয়???