Dedicated to:❣️❣️❣️My Dear mother,Hasina Begum❣️❣️❣️
নতুন তালের বড়া
কষ্টে জাগায় সাড়া ,
কতদিন খাইনে আমি
সাধের তালের বড়া ।
কোনখানেতে গেল মানিক
পাগলা ঘোরায় ছুটে ,
কোনখানেতে জীবন তাহার
মন যে কেমন করে ।
ঘরের দোরে আনার গাছে
আনারকলির ফুল ,
আমার কলি কোনখানেতে
হয় শুধু আকুল ।
বিড়ালছানা মায়ের পানে
ড্যাবড্যাবিয়ে চায় ,
কোকিলছানা কোকিল কোলে
শান্তিতে ঘুম যায় ।
মেঘের কোলে চন্দ্র হাসে
পদ্মার কোলে পদ্ম ,
আমার কোলে যাদু সোনা
আসবে কবে ভাগ্য ???
আবছা আলো শীতল বাতাস
শনশনিয়ে আসে ,
অন্ধকারের কালো ছায়া
দোরে ঘোরে ফিরে !!
আপদ বালাই এমন কথা
যাক দূরে যাক ভাবি ,
আসবে সোনা হনহনিয়ে
জুড়বে নয়নখানি ।।
এমন সময় কে ডাকে ঐ
পদ্মা নদীর ঘাটে ,
যাদুসোনা এল বুঝি
নৌকো জলে চড়ে ।।
গেলেম আমি হাওয়ায় উ ড়ে
উথালপাতাল মন ,
রক্তে ভেজে পায়ের কাঁটা
থামবে রে কখন???
মনটা আমার টগবগাবগ
ঝামুর ঝুমুর হাসে ,
নাড়ির টানে মানিক যে আজ
আসবে আমার ঘরে ।।
তালের সাথে তালের ঝাকা
পদ্ম হয়ে মেলে ,
নতুন তালের গন্ধ আমায়
মনের কথা বলে ।।
হঠাত করে ঘাটের ধারে আবছা দেখা যয়
হঠাত করে দৌড়ে গিয়ে গন্ধে মেলে লাশ
হায়রে জগত হায়রে জগত হায়রে বসুন্ধরা
মাতৃশোকে আকাশ জুড়ে রক্তে মেশে শ্বাস......।।