যেদিন তুমি এসেছিলে
          এই পৃথিবীর ঘাটে ,
একলা পথে হেঁটেছিলে
            মনের বোঝা বয়ে ।

যেদিন তুমি কেঁদেছিলে
            ছিল না কেউ সাথি ,
যেদিন তুমি দুঃখ দেখে
                 বললে ভালোবাসি !

যেদিন ছিল তোমার মাঝে
          অনেক আবেগ কথা
যেদিন তুমি কষ্ট পেলে
              দেখল না কেউ ব্যথা ।

যেদিন তোমার সবাই ছিল
          কেউ ছিল না আর ,
যেদিন তুমি একলা হলে
              সব ছিল তোমার ।

যেদিন তুমি চেয়েছিলে
           একটুখানি সুখ
একটু আশার ভাষা নিয়ে
      ইচ্ছে বাঁচার খুব !

যেদিন তুমি ছারলে গো ঘর
       ছারলে আপনজন ,
যেদিন তুমি একলা হলে
        ভাঙ্গল মনের ঘর ।




মিথ্যো ভালোবাসার আশায়
    যাও কেন তাও ছুটে !!!!
ভালোবাসা বলতে কিছু
এই জগতে আছে? ?????