আমি এই বসন্তবিলাসে শীতের উষ্ণতা দেখতে পাই
খুব ভোড়ে জড়োসড়ো হওয়া কবিতারা,
গুণগুণ করে ডাকা অজানা চলাচলে
কুয়াশা জড়ানো লতারা ।
আজ লুটিপুটি খায় প্রজাপতি সব
সেই হাওয়ার আবেশে,
ছুঁই ছুঁই মন দিনকাল সব
শৈশব শেষে বার্ধ্যক্যে।
বালিকারা হেঁটে যায়
উদ্দীপ্ত তাড়নায়।
যুগ ,কাল ,সব এক সুতো
ব্রক্ষ্মাস্ত্র স্মরণে!
কলিকা বার্তা আসে
দূত আসে শনশন,
মনোলোভা আয়তকোণা
রুপ তার অকারণ!
সাদা নয় ,কালো নয়
নয় নীল সাদা,
ঘুম ঘুম ,প্রেম খুব
সাদা প্রজাতিরা।
প্রজাপতি উড়ে খুব
রাত ভোর শেষে,
একি কাজ হলো আজ
বিভাবরীর দেশে!
কবিত্ব মানে পঞ্চ ইন্দ্রিয় এর যাবতীয় সংঘটনে বিচরণ করার ক্ষমতা ।কবিতা মানে এর মিলগত প্রকাশ। চিন্তার সাথে Genuine আবেগে ওলটপালট না হলে কবিত্বের সুষ্ঠ বিকাশ ঘটে না। তথাকথিত স্বাভাবিকতা পুরোনো ধারার একঘেয়ে চর্চা করলেও নতুনত্বের জন্ম দিতে পারে না।