যদি ঐ আকাশ নীল বাতাস
ঘুম ঘুম ভাব
যদি রাতদুপুর অস্থির খুব
হাসফাস হাস ।।
যদি আলো সব আলো দিন
জ্যোত্স্না দুপুর রয় ,
মনগুলো খুব খুব
পাখনা পাখনা হয়।।
যদি কালো আলো আলো সব
আ্ঁধার ডুবে যায়
কবিতা না না না
প্রাণ না হারায় ।।
তবে ছন্দ সব তুলে
তুল তুল তুল
স্বর্ণকানে চুমকি হাসে
দুল দুল দুল ।।
অন্ধকার আসেনি
আলো ছায়া ভাসেনি
প্রজাপতি রং ডানা ,
মন ভোলা ভোল মানা
ছোট্ট পাখি হাসেনি
খুব সে কান্না কাঁদেনি ।।
কবরের কান্না রং
ঘিরছে ঐ চেয়ে যে
কৃষ্ঙ্ককালো আলো হয়ে
হয়ে হয়ে ফুটছে সে ।। ...