ভালো লাগে ঐ থমকে যাওয়া ছন্দ?
তোমার হাসি ভালোবাসি স্বপ্নে কেমন গন্ধ??
কোন পাড়াতে ছিলে তুমি ,কোন আকাশের নিচে
কোন মাঠেতে গড়িয়ে খেলে ,উঠলে ভালোবেসে
কোন সে ছেলে মাটির সাথে জুড়ি মেলে ওঠে
রোজ সকালে নীল আকাশে পায়রা কথা বলে,
কোন চোখেতে ভাবের আলো, কোন চোখেতে মানুষ
কোন মনেতে ঠাঁই নিয়ে মন, মানুষ শুধু ফানুস
কোন কথাতে সুধা মেলে ,কোন সে প্রদীপ জ্বলে
ঝুমঝুমাঝুম পায়রা মেলে প্রথম ভালোবেসে।