#writerrafianoorpurbita
©Rafia Noor Purbita

অভিমান ভুলেছি ডুবেছি জলে
অভিমান ভুলেছি কবে।

আমি ছিলাম খেলার পাশা
তুমি মরীচিকা,
রাতে দিনে ভেবে ভেবে
ভুলে গেছি তোমায় কবেই।

অভিমান ভুলেছি, ডুবেছি জলে
তোমায় ভুলেছি, ভুলেছি কবে
আমি ছিলাম খেলার পাশা
তুমি প্রতারণা।

অভিমান ভুলেছি, ডুবেছি জলে
অভিমান ভুলেছি ,ভুলেছি কবে।