আত্মম্ভরিতায় অকাল মগ্ন
শিন শিন বিন বিন প্রতিধ্বনি
করা না করার ব্যবধিতে
ফারাকের প্রতিশ্রুতি
জলধির পাথরে চিকচিক মণি
এইতো চেয়ে দেখা
চোখের সাথে বিক্রিয়া করে
আসক্তি বর্বরতা
মন মানে না মন শুনে না
মনের উপায় কি
একটুখানি সবুরে দেখ
চাহিদা এনেছি