ব্যথা উঠে হঠাৎ করে মিষ্টি হাসির ভোরে
মুখটা মলিন ,হয় না রঙিন, বৃষ্টি গুঁড়িগুঁড়ি
হুটহাট মনখারাপের পাল্লা আমার ভারী
চেয়ারটা টেনে কান্না চোখে রৌদ্রে বসি সবি
এমন সময় পাথর চাপা শুভ্র বেলীর কুড়ি
মিষ্টি মেয়ে কাঁদছ কেন, কোঁকড়া চুলের পরী
সাদা পরী লাল পরী নীল পরীদের হাঁটে
টিকেট করে পালিয়ে যেতুম একটা সুযোগ পেলে
ভাল্লাগেনা বড় হওয়া ম্যাচিউর ম্যাচিউর কথা
ভাল্লাগে না ম্যাচিউর মানুষ কয় যে কঠিন কথা
মানুষ খারাপ মানুষ খারাপ মিথ্যে মানুষ বলে
একের পর এক রিলেশনে মনটা জটিল করে
ফাইভে পরে বাচ্চা যখন জিএফ বানায় বলে
কলিযুগের কথা ভেবে মনটা ব্যথা করে
পেতুম যদি রাজ্য এমন সব যে সাদা হবে
হারায় যেতুম রূপকথো ঐ সাদা পরীর দেশে😔