মাগো তোমার নতুন কাঁথা
কোন দেয়ালের উথলে ওঠা,
ঘুম আবেশে তোমার দেশে
মমর মমর মিঠে কথা।
উঠায় না কেউ খুব আদরে
ভালোবাসার ঐ চাদরে,
রাত পোহাল চাঁদ ঘুমালে
সাদা নদীর পানির তীরে।
খুব রোদেতে কাক ডাকে না
রিনিক ঝিনিক রোদ কাশে না,
মাগো আবার কুয়াশা হয়ে
তোমায় জড়াই আমার রেশে।