মন খারাপের বন্দি দিনে
অভিমানে যাচ্ছি দূরে
তবুও আমি আসব ফিরে
আলো হাতে যাত্রী হয়ে

ভেঙে পড়ি অভিমানে
মন যেতে যায় খারাপ হতে
ফিরে আসি ভাবনা ভেঙে
এক পৃথিবী স্বপ্ন নিয়ে

আপন হৃদয় ভাঙল যদি
পরের হৃদয় জুড়বি কিসে?
যদি দুঃখে ভাসলি ও মন
দুঃখ ঘুচাবি কোন পথেতে?

এত আশা করিসনে মন
কেঁদে কেঁদে খোয়াস জীবন?
সব ভেঙে মন আয় বেরিয়ে
উড়াল দিয়ে সৎ পথেতে

এক পৃথিবী দয়া নিয়ে
নৌকো নিয়ে চল রে ভেসে
আবার হবে এক পৃথিবী
সৎ এর জীবন ভীষণ দামি!




মরতে মরতে বেঁচে ফেরা
আর কত যন্ত্রণা
যেতে যেতে ঘুরা দেখা
কেন এ ব্যথা
বলনা

বার বার ঘুরে দেখা
কেন এ খুজে দেখা
মন মানে না
না মানে না


শরীর মনের সংঘর্ষে
কেন এ সংশয়
তবে কি ফুরিয়ে
আমার সময়???

আমিও   চাই না  এই কলমের কথাগুলো কখনো আমার শেষ কথা হোক। কিন্তু প্রশ্ন   যখন ওঠে একটা আলোকিত সুন্দর হৃদয় আর নশ্বর শরীরের মধ্যে যেকেনো একটিকে রক্ষা করার কোনটিকে বেছে নেওয়া উচিত বিবেকের??