গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সন্দেহে
ফোঁটা ফোঁটা আদ্রতা ঝড়ে পড়ে
চামড়ার কূপে কূপে
মোহ নাকি মায়া ডাকে ?
শরীর জুড়ে সিক্ততার স্নিগ্ধতা
কেন ডাকে বাড়ে বাড়ে
মানুষ সেতো প্রাণী শুধু
তাড়নায় তবুও বাঁচে
রৌদ্র শেষ দুরুদুরু
মেঘ করে উড়ু উড়ু
চুপচাপ অবিরাম
অবসন্ন, তাজা তবুও
একফোঁটা ঘুম দিয়ে
গভীর মাংসের স্তূপে
লোকে বলে আছি ভালো
হৃদয়ের স্পন্দনে