শব্দে শব্দে
মেলবন্ধনে,
কিছু অনুভবে
শুধু প্রিয় প্রিয়া👌
স্নেহমায়া ,মায়াভরা
সুরে সুরে মনভরা
রাগিণী, এসো না প্রিয়া😔
বেখেয়াল মন,বেসুরো সুর
উচ্ছ্বাসে উশখুশ,
তুমি আসবে বলে
সজীব ঝড়া পাতা।
আমার সময় থেমে
খুঁজে খুঁজে ফেরে,
ফিরে মনে ঢুকে
পেল তোমার দেখা😊
ও,ও প্রিয়া
লেগে আছে খামোশিয়া✨
Written: দুপুর একটা ত্রিশ মিনিট
Place: বেডরুম
গান*