আসে জন্ম ,আসে মৃত্যু
তরঙ্গে তরঙ্গে
ভাঙে স্বপ্ন,কত সঙ্গ
আনন্দে আনন্দে !

ভাঙে বন্ধন,আসে সন্ধান
আরো সঙ্গে,শুধু সঙ্গে
তুমি রুদ্র ,কোনো শব্দ
আমি স্তব্ধ , শুধু স্তব্ধ ।

ভাঙে স্বপ্ন,এই স্বপ্ন
তোমারি বিরহে!
আমি সত্ত্ব ?কোন তত্ত্ব?
শুধু তুমিহীনে ??