লেখিকা কিংবা ইঞ্জিনিয়ার
সমাজ সেবিকা কিংবা মডেল,
চারদিকে কুকুরের দৃষ্টি,
বুভুক্ষ লিপ্সুর মতো।
নিচু পুরুষেরা সুযোগের ধান্দায়
চলো কফি খাই ,হাত ধরি পেয়ে ফাঁকা,
সুডৌল নৃত্য ,দেখি দেখি ,একা একা
আঙুলে আঙুল জড়াই ,মাংসে হারাই
চোখ দিয়ে ,মন দিয়ে ,গিলে গিলে খাই
প্রস্তাব আসে অহরহ!
ব্যক্তিস্তরে অনুসন্ধানে
সমাজের স্তর স্তর দেখে,
উপলব্ধির বিবেক বিশ্লেষণে
কষাঘাতে উঁচুস্তরেও নারী,
ক্লাসমেট থেকে সহকর্মী,
বন্ধু থেকে শত্রু।
দুর্বলতা তব স্নায়ুতে যখনি উদগীরণ করে ব্যথা
সন্ধানী মৌ চুরি করে মধু ,ভোরের সকালবেলা
আপনার মাঝে আপনাকে দেখ,সাবধান হুঁশিয়ার
লুণ্ঠিত করে পদদলিত,আসে শত্রুর তরোয়াল।
আবেগ আবেশে যখনি মাতার স্নেহের উদগীরণ,
সর্পরুপী শিশুও আছে,চেখে দেখে অনুরণ।
স্নায়ুতে ব্যথা দুর্বলতা, বালিকারা হুঁশিয়ার
রাম রাবণে তফাত বড়, নয় চেতনার বলিদান?
চেতনার সর্বোচ্চ স্তরে বাঁচার অধিকার ও মানব অধিকার হ ওয়া উচিত। চেতনাকে কলুষিত করে এমন সবকিছুকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া উচিত।