#writerrafianoorpurbita

কাঠের উপর বানায় গাড়ি
ট্রেনের চাকায় উড়াউড়ি,
প্রাণের চাকা উথালপাতাল
ছুটছে আমার মনের ঘুড়ি।

কোথায় যে যাই কোন ঠিকানায়
নেবুর পাতায় করমচাটায়?
নাকি প্রেমের পদ্য তুলে
মানবতার গহীন কোলে??☺️☺️