চিন্তার তাড়না মুক্ত করেছে
উত্তোলিত আন্দোলনের উত্তেজনা

মুক্তি,বুদ্ধি,আড়ষ্ট-সত্যতা
কিংবা প্রবিষ্ট ,বিপন্ন-কথকতা

দেখো, সূর্য উদ্বেগে ওঠে
ছেড়ে যাওয়া পৃথিবীরা কোথায়?
ছাড়, ছাড়, যায়নি সুযোগ

ওরা বেঁচে আছে
যাদের ডাকেনি সময়!

Quote : মগজ শুধু চিন্তা, যাচাই-বাছাই, বোধ, আর অনুভূতি পর্যবেক্ষণ করে দেখতে ভালোবাসে। ব্যাখা তার কাছে শক্তির অপব্যয়।