মনটা আমার ভীষণ খারাপ
ঘুম আসে না রত্তি,
বেস্টু তোমায় পড়ে মনে
সত্যি সত্যি সত্যি।
চাঁদের পাশে গাইছে তারা
ভোরের পাশে শিশির,
আম্মু তুমি পঁচা পঁচা
গাল দিয়েছ, গাদা গাদা।
দিলেম আড়ির টক
পকপকা পক পক
ছেলে আম্মু ,ছেলে আম্মু
কোথাও তুমি নাই
বেস্টু হারায় অনেক দূরে
ভুলেই গেছে তাই।
..............................✨..................... .....
উৎসর্গ: মহীউদ্দীন শিমুল