ওগো সুরপরী
উষার বলাকা তরীপার করে
উড়ে যায় উড়িউড়ি ।
মৃদুমন্দ বাতাসের তালে করেছি দিগ্বিজয়
ঘুড়ে ঘুড়ে মন আলোর আকাশে, নন্দন কথা কয়
আমি, তুমি,আর রাতের চাঁদে একাকার দেহমন
প্রকৃতিমাতা চরণে তোমার থাকি শুধু অনুক্ষণ
সময়ের খেয়া করে তরীপার ,সময়ের বাঁধা স্রোতে
আমি শুধু কাশফুল কথা, ছন্দের আঁকা রঙে।