যুদ্ধ জিতে চলে এলাম
টের পেলো না কেউ🙄
সকাল হলেই তোমার মাথায়
ভাজব চিড়ের খই😁
কারণ আমি খামখেয়ালি
আঁকব না আর বাঁশের ছবি
ধুমধুমাধুম আলাদা হয়ে
গেলেম পাহাড় , নদী পেরিয়ে
খুব ভোরেতে ডাকবে যখন
দেখবে মরে প্রিয় স্বজন
যে মন কোণে আঘাত পেলে
শুনবে না আর প্রিয়ার ভজন