উত্তেজনা মস্তিষ্কে
তোমার বাহুডোরের
তৃষ্ণার্ত দু চোখ জুড়ে,
তোমার আদরের !
তোমার মাঝে ডুবে যাই
হায় হায় কে কোথায়,
ডুব ডুব বালু চর
চুপ চুপ রোদ্দুর.....
হায় হায় কে কি পায়
আমি তুমি এ তো চাই,
দুল ,ফুল ,টুলটুল
জুলিয়েট ,আহ খুব!
সম্ভার অবিরাম ,
ইশ ইশ আরাম
শেষ হোক , নাই হোক
তুমি আমি বদনাম......।।