শেকলবন্দী প্রজাতি
আজও নিয়মে আবদ্ধ
তেল,নুন,উনুনের ভেদাভেদে
অবৈধ জন্ম ভিন্নতার ।
শেকলবন্দী আসামি
সংস্কার-কানুনে অতিষ্ঠ
শেকলবন্দী আমি তুমি
মুক্তির নামে পিষ্ট।
ঈশ্বরের সিল কাড়ে বারবার
এক রক্তের তান,
মনের ভেদে জেনো বেড়ে যায়
মিথ্যার স্লোগান!
প্রেয়সী, তুমি কি দেখবে না
সুদূর টিলার বুকে চিলতে শুভ্র রেখা
দেখবে না নিষ্পাপ হাওয়ার জল ছোঁয়া ছোটা
দেখবে না ফুলে ঘুমানো শিশু
শুনবে না কারণের কলধ্বনি
জন্মের বুকে মনুষ্যত্ব নাম।
প্রেয়সী উঠবে না?
নাকি অস্তিত্ব,
সকাল চেনে না??