সময়গুলো সম্ভাবনার ভীড়ে
এত মানুষের আনাগোনায়,
পরিচিত পাওয়া দায়
লাল গোলাপের স্তব্ধতায়!
তোমার সম্বন্ধে আমি অপ্রকৃত কল্পনা
কখনো বা একদিনের আনাগোনা,
এক রাতের চাওয়া পাওয়া
ধূপ ছাড়া দমকা হাওয়া !!
লোকগুলো ভেসে যায়
বাসের স্রোতধারায়,
হাতগুলো মিশে যায়
অবৈধ ইচ্ছায়।।