কখনো একাকীত্বের সাগরে
ভয়ঙ্কর নিদারুণ কান্না
কবিরা বড্ড একা!
কখনো একাকীত্বের রাতে
ভরসাহীন কাঁধ
ঠাণ্ডা হাহুতাশ।
কখনো শান্তির খোঁজে
দিগন্ত থেকে দিগন্তে ছুটে
দিকবিদিক চিৎকার করে,
কবিরা বড্ড একা।
মোহাবিষ্ট যৌনতায় আকৃষ্ট জনতা
আমি মনের ভাষা খুঁজি
এক অপরূপ বিশুদ্ধতায়
একবার ভালোবাসি.....
সত্যিকারের প্রথম প্রেম কেমন হয়? আদৌতেও কি ভালোবাসা ভোরের সাদা কুয়াশার মতো স্নিগ্ধ হয় নাকি আদিম খেলায় শুধু প্রকৃতির লীলামাত্র ?? কবিমন কি বিশুদ্ধ শ্বাশত প্রেম ছাড়া তৃপ্ত হয়? না হয় না। অপবিত্র আবেগ থেকে শ্বাশত সাহিত্যের জন্ম দেওয়া যায় না।তাই হাজারটা মানুষ তাদের চাইলেও তারা শুধু বিশুদ্ধ আবেগের শান্তির নীড় খুঁজে বেড়ায়। পৃথিবীর পাতায় কৃত্রিম শুদ্ধতা থাকলেও স্নিগ্ধ শ্বাশত মন ছায়া বৈ কিছু নয়।