শঙ্কর থেকে দূরে শিবপ্রিয়া
একাকী তুমি সম্পূর্ণা ?
নাকি ভালোবাসা রঙ ছাড়া?
শঙ্করে পূর্ণ শিবপ্রিয়া !
ভালোবাসা লালে মিশে
সিঁদুর রেখাতে,
রক্তে মেলে কোন কথা
অস্তিত্বে তুমি সজীবতা।
তুমি শৌর্য ,আলো ,সৌভাগ্য
আমি ফুল-পাখি আর সৌন্দর্য
তুমি সূর্য-আলো, আমি সুখ হবো
অপূর্ণ-পূর্ণ,সুখ-দুঃখ রবো!
তুমি হাসি,আমি রঙ হবো
কাঁটা ছাড়া গোলাপ হবো,
তুমি আশা,আমি ভাষা হবো
শুভ্রতা ,সাদা হবো!