পার্থিব শক্তির সংস্পর্শ
                 মনের ধিকিধিকি আগুন,
সম্ভোগের চিরপরিচিত
                  বসন্তবিলাসী ফাগুন।

বিধাতা আমায় করেছে অনন্য, জগতে দেয়নি ঠাঁই
একাকী করেছে, বিবাগী করেছে, পাই কিবা না পাই
মানব জনমে এ সভ্যতায় টেকা বড় দায়,
লুকিয়ে আমি ,আত্মগহনে ,সন্ধান করে যাই
না মেলে জুড়ি, না মেলে মন স্কন্ধে রাখি মাথা
প্রকৃতিদেবী, কোলে নাও মোরে ,আমারি জন্মদাতা

চোখে আসে জল,ভার ভার মন,কদাপি দীর্ঘশ্বাস
সত্তা আমার জগৎবিমুখ, জুড়ি জানি মেলা ভার


ত্রিপিটক আর পুস্তক বিনে সঙ্গী হয়নি কেউ
তাই একা আমি ,পথ হেঁটে যাই ,যোগ্য ছিলনা কেউ।



my poetry is my expression,my speaking with myself. Whatever I write ,not for fame or any professional benefits.i don't want to write rest of my life to be a writer sometimes it is better to have a peaceful amazing simple life than living a life with fans followers.treat me as a simple common person not with the status that I am involved in poetry.let us live our rest of life as a simple common pure person. Don't bother me or irritate my simple and peaceful lifestyle treating me different 🙂