তুমি কে তুমি কে?
প্রশ্ন শুধায়ে কবি,
মলিন বদন ঘুরপাক খায়,
নদীতীরে বসি বসি।
আত্মঅনলে আত্মার ডাক
কদাপি না যায় শোনা,
গরীব ঠাকুর সোহাগে নাগো
বিরাগে যায় সে চেনা।
বিরাগ বিরাগ, কত সে বিরাগ
বিরাগেরা কথা কয়,
বিরাগে রাগিণী শুভ সিন্দুরে
জগৎ ব্যাপ্তময়।
আমি ,তুমি আর সন্ন্যাস
অভিন্ন এক সুর
এক সুরে এক রক্তে সবাই
ভিন্ন ভিন্ন রূপ!