আমি কি তোমার ছন্দ হবো?
ছন্দে না হয় গন্ধ হবো
তোমার গায়ে গড়িয়ে যাব?
হাতটি ধরে পালিয়ে যাব।
আমি নাহয় চাঁদনি হবো
লাল গোলাপের শব্দ হবো
সাত সকালের ঝর্ণা হবো
নিঝুম রাতের পদ্য হবো।
এই যে প্রিয় শুনছ নাকি
মশাই তুমি দুষ্টু বেশি
হাতটা ধরি মরি মরি
ভালোবাসি তোমায় সোয়ামি।