কবি দাদু
..............
কবিদাদু
ছন্দ বড়,
ছন্দে কথা বলে
নাতিপুতি আমরা নবীন
শিখছি দেখে দেখে।
কবিদাদু কবি তো নয়
রোগীও দেখে বটে,
দ্বীপ জ্বেলে যায় নিত্যদিনে
হতাশ লোকের মনে।
দাদুর ছড়া কচি কাঁচা
খিলখিলিয়ে পড়ে
দাদু তুমি বেঁচে থাক
যুগ যুগান্তরে 🙂🙂
বলতো দেখি কবিরা কে আমাদের সবার প্রিয় কবিদাদু😁😁🤔☺️
...... মানুষ.........
মানুষ নাকি পটাস
হুঁশ হারিয়ে টটাস
আম্মু বলে গোবর গনেশ
অসৎ লোকের আবাস
এই যুগেতে মানুষ তো কম
যন্ত্র অনেক পাবে
ডোপামিন নষ্ট করে
এমবি শুধু কিনে
এই যে কবি
ভোরের রবি
মানুষ যদি চাও
হাত বাড়িয়ে গাছ জড়িয়ে
ঘুমায় শুধু যাও
শিকল বেড়ি ভেঙ্গে যদি
মুক্তি পেতে চাও
পাশের গ্রহে একলা বসে
কাব্য লিখে যাও🙂🙂
বুঝছ কবিরা পৃথিবীতে অসৎ সঙ্গের সাথে জীবনযাপন করে কাব্য সাধনা করা যাবে না☺️☺️
.......... বেস্ট ফ্রেন্ড..........
সাঁতরে সাঁতরে ভালোবাসি
বললেও আমি ডুববনা
আসব না আসব না
ভেঙেচুড়ে গড়ব না
তুমি কর মজা তুলির দেয়ালে
আমি একা একা ব্যথা ব্যথা
আম্মু আম্মু ডেকে
হারিয়েছি সেই রাতে
তুমি কাঁদাও চোখের জলে
আমি হাসি অথৈ আবেগে
হারিয়েছি সেই কবে
ভয় পেয়ে কেন চমকাও
রোদ্দুরে খুঁজে কি পাও
গোপনে আজো কি চাও
তুমি গোপনে ভালোবাস
আমি নীরবে একা যত
চিঠি পড়ি এতসত
তুমি গোপনে দূরে যাও
আমাকে হারাও
হারিয়ে তবুও তাও
ফিরে ফিরে তাকাও
তুমি গোপনে হারিয়েছ
ভালোবেসে কাঁদিয়েছ
দূরে যাবে বলে
আমি ভুল করে ভুলে গেছি
গড়ে তুলে ছেড়ে গেছি
ধরে রাখনি বলে .........
কবিতা লিখতে গিয়ে গান হয়ে গেল 🙂😟☹️🥰
পাগল
..........
একটা লম্বা সময়ের চড়াই উতরাই এর পর শান্তি জিনিসটার মর্ম বলে বোঝানো যাবে না। আসলে কি বলুন তো। বিশুদ্ধতা জিনিসটা ছাড়া প্রকৃত জ্ঞানচর্চা হয় না।আর গতানুগতিক ধারার শিক্ষা ব্যবসায় মন হাঁপিয়ে ওঠে। একটা লম্বা সময় ধরে সাহিত্য বিরতি।এই সম টুকুতে আশপাশকে গভীরভাবে দেখেছি। ঘরকুনো ব্যাঙ থেকে বাইরের জগৎটাকে দেখার বিষয়টাই আলাদা। বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি,শিখেছি, শিক্ষা পেয়েছি।পড়ালll আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশ, সংস্কৃতি,কালচারের মানুষের সাথে মতবিনিময়ের সুযোগ হয়েছে। প্রতিটি মানুষের সাথে তার ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী ব্যবহার করেছি,বোঝার চেষ্টা করেছি।এই ভিন্ন ভিন্ন ধরণের মানুষের সমাবেশে পৃথিবীতে এত বৈচিত্র্য।লেখক হতে গেলে নিরপেক্ষ হ ওয়ার বিকল্প নেই। দেখা,বোঝা, পর্যবেক্ষণ করা। লেখকরা সবচেয়ে বড়ো সাইক্রিয়াটিস্ট। মানুষের মন পড়ে ফেলে,মন নিয়ে খেলতে পারে,মনকে গড়তে পারে, আবার ভেঙেচুরে চুরমারও করে দিতে পারে। আমাদের ব্যক্তিত্ব,চিন্তার ধারা , মনের জটিল ভাবনা কখনো সাধারণ মানুষের বোধগম্য নয়।তাই সময়ে সময়ে কবি ব্যক্তিত্ব মানুষের কাছে অস্পষ্ট রয়ে যায়, কখনো কখনো ভুলবোঝাবুঝির শিকার হয়। বিশুদ্ধ আবেগ থেকে আমাদের একেকটি ছন্দ গড়ে ওঠে। এই মন যখন ভুল সঙ্গের সঙ্গী হয় , গড়ে ওঠে চরম বিকার।দূর্যোগ এড়াতে শিল্পমন হয়ে পড়ে একা।প্রজাতি ছাড়িয়ে খুঁজে নেয় বিশ্বলোকে অনন্ত সমাধি।এরপর নির্বোধ প্রজাতি তাদের নাম দেয় পাগল
সুতো
.......✨......
মনখারাপের উল্লাসে
আজ বাঁধনহারা একলা কথা
হুরমুড়িয়ে বান ভাসে
আজ উঠল জোয়ার ভাঙল দুয়ার
ডুবল নদী কোনতটে
মনটাতে ঐ মনটাতে
আজ বাঁধ ভেঙ্গেছে দমকাতে
আচমকা এক কালরাতে
আজ মন ভেঙ্গেছে চমকাতে
থমকাতে গো থমকাতে
আজ বন্ধু আমার ভুল ভেঙেছে
ঝড়ের ঘোরে ঘর ভেঙেছে
উতলা হাওয়া পাওয়া না পাওয়া
ভেঙ্গেছে আজ ভেঙ্গেছে
দুইটি মনের সুতোতে