একমুঠো হতাশার কাগজ
জড়িয়ে জড়িয়ে নিংড়ে খায়
সভ্যতার প্রযুক্তির প্রগতিতে
রোবটিক্স শুধু ছিঁড়ে খায়

আমি নিংড়ে বাঁচি অভাবে
অতিসুখের দূষণে
কমফোর্ট জোন আবেগে
সাইকো থ্রিলার সোহাগে

জন্মগত ত্রুটি ঘুরে বেড়ায়
একালের জিনের শিরায়
পাশবিকতা ছুঁয়ে ছুঁয়ে
মানুষ নাকি মনকে চেনায়?

কেগো তুমি কাঁদছ কেন
মন গলাবে কেঁদে
আবেগ শুধুই পশুর ক্ষুধা
কান্না থাবা হবে।🙂






আমি তোমার চোখ দেখেছি
চোখ না হলেও মুখ চেখেছি,
খুব ভোরেতে ঘুম দেখেছি
ঘুম না হলেও প্রেম দেখেছি।

রাত বিরেতে তোমার মাথা
ভাবছে বসে আমার কথা,
ফুলগুলো সব তাজা পাতা
অলীক দেশের স্বপ্ন কথা।

তোমার লালে ,তোমার নীলে
ভাবনাগুলোর বাঁকের ফাঁকে
প্রাণ শুষে যাই টের না পেলে,
টের পেয়ে যাও সময় খেয়ে।

তোমার ভাবে ,তোমার রবে
মগজ বুঝে তোমার কথা
সবুর কর ,সব হারিয়ে
হবেই তুমি নিঃস্ব ফাঁপা ।