বদ্ধ দরজার আড়ালে
কিছু শব্দের আনাগোনা
নিমীলিত নির্ভীক প্রদীপ
নিবু নিবু শিখায় উতলা

ও কি ? শব্দ?
পাতা মিলিয়ে গুণগুণ?
নামাজে বসে বৃদ্ধা
মরা স্বামীর চল্লিশায়

মাংস খায় মাংস
সবজিও খায় মাংস
রক্ত বেরোনো মাংস
শরীর মন নপুংসক

কান থেকে রক্ত বেরোয়
ভীষণ শব্দের আওয়াজে
কান কাটা স্বভাব আমার
নষ্টদের দখলে.........