আজ উথলে উঠার সন্ধানে
এই মন কাঁদে এই প্রাণ কাঁদে
আজ কোন দুয়ারের সন্ধানে
হারাচ্ছে মন কোনখানে?
তলায় পানি, নৌকাডুবি, জনমানুষের নেই ভীড়ে
চাচ্ছে আশা ,নেইতো ভাষা ,কেমনে এ মুখ দেয় বুলি
বাতাস এলো, এলোমেলো, গন্ধ ভালো ,ইচ্ছে হলো
ছুঁইয়ে দেখি ,শেষ হবে কি ,শেষ না হলে বেশ হবে কি
এ মন এমন, শোনেনা বারণ, শুনলে পাখি উড়বে না কি?
বাচ্চা হবো ,থাকব একা, সঙ্গী আমার রঙিন পাখা
দুয়ার খুলে মিথ্যে সবই ,বন্ধুরা সব বুড়ো দাদা
আচ্ছা বয়স ফুরোবে কবে,ফুরিয়ে কেমন বৃদ্ধ হবে
আজকে বয়স বৃদ্ধ হলো , সময় হঠাৎ গড়িয়ে গেল।