প্রেম অপ্রেমের সংজ্ঞা ভুলে
দেহের বোধেই রয়,
ডুবল চেতন, মনের বাঁধন
মাংসে সুখী হয়।
মাংস মাংস করে মানুষ
মাংসে ডুবে রয়,
রূপ ফুরোবে জল শুকোবে
কে বা কার তো বল।
হাতটা ধরে মায়ের মতো
একটু পাশে রও,
না হয় আমায় নাইবা ছুঁলে
প্রেমিক না হয় হও।
সারমর্ম: প্রেম তো চেতনার হয় ।জীবের যা হয় তা প্রকৃতির জৈবিক নিয়ম আর আকর্ষণ, প্রেম নয়। মানুষ তো শুধু শরীরমাত্র নয় । জৈবিক আকর্ষণের প্রাধান্য মানুষের চেতনাকে তৃপ্তি কিংবা উচ্চতা দিতে পারে না।