যেখান থেকে চিন্তাশক্তি শুরু হয়
স্থূলতার পূজার বেদি
মানবিকতা পশুত্বে নিমিত্ত
বিপন্ন স্ততি
পাত্র -ভেদ ,জাত- ধর্ম
বিভক্ত করে করে,
সত্য,মিথ্যা,চণ্ডালেরা কহে
আমৃত্যু তুমি নহে।
তোমাতে সবুজ ,পুষ্প-ধান্য
ঘুরিয়া ঘুরিয়া দেখ,
আপন মনে শান্তির নীড়
বাহির উঠানে চেয়।
দেহের নিগড়ে যে পাখি বাঁধে
ভাঙাচোরা বালিঘর,
মৃত্যুর ওপারে আফসোস করে
কেন এ ভ্রান্তি ছল??
আমি আমি আমি
কেইবা আমার?
কেউ কি আমার নয়???
আমার মাঝে বিস্তৃত আমি
কি বা সুধা কি বা লয়।
সবুজের মাঝে লুটায়ে যে মন
আকাশে স্তবক তোলে,
মন্দির গীত গেয়েছে যে মন
ছাড়িয়া গিয়াছে কবে।
বেদনা যত দাও গো ভরি
বিশ্বলোকের 'পরে,
তোমাতে গীত গেয়েছে যে মন
সাদা সাদা সুর তোলে।
যে জন রচে প্রেমের গীতে
ভালোবাসার কথা,
অমৃত মন আত্মা স্বরূপ
ভগবানের কথা......