কান্দে কবি আকাশে
গন্ধ নাই বাতাসে
কলম কালি নেবুর পাতা
আসবে কিরে সুবাসে?
লিখব আবার প্রেমের কথা
লাল মরিচের ঝাড়ুর ঝাটা
সবুর কর পাঠকেরা
আর হবে না নিমের পাতা
নিব্বা তোমার নিব্বি তোমার
কুটুস কাটুস বুলবুলিটা
প্রেম করেছ বেশ করেছ
হাত ধরেছ, ভালো কথা
বিশে কবি পড়বে এবার
লিখবে অনেক প্রেমের কথা,
প্রেমে কবি পড়বে না আর
একতরফা ভালোবাসা ।