প্রিয়,
কেন খুঁজে মর প্রেম?
সন্ধ্যেবেলার মলাটে যন্ত্রণা ঘ্যানঘ্যান

প্রিয়,
কেন খুঁজে মর টান?
আপনার মাঝে অফুরন্ত সম্মান সন্ধান!
বিশ্বলোকের দুয়ার ছাড়িয়া উচ্চস্বরে শোনা
ঊর্ধ্বাকাশে বসিয়া আছে তোমার জটিলতা।

প্রিয়,
কেন রূপে পাও টান?
সস্তা শরীর হরমোনে কেন এত ধুমধাম??
কেন এ মোহ বন্ধন বল কেন এ ভালোবাসাবাসি
তোমার মাঝে পূর্ণ তুমি একবার আসো দেখি!

তোমাতে তুমি, তোমারই তুমি ,তুমি পূর্ণ, তুমি সত্তা
তুমি সম্ভার তুমি সন্ধান ,তুমি পাল তোলা এক নৌকা,
তুমি অসীম তুমি পূর্ণ, তুমি প্রয়োজনহীন সত্য
তুমি দেহ নও তুমি আত্মা ,তুমি অসীম হয়ো সত্তা।

প্রেমের নিগড়ে যে জন বাঁধে স্রষ্ঠার দেওয়া দান
হারায়ে পথিক সম্ভার সব,নিঃস্ব অভিযান!!